fbpx

মাতৃপক্ষ : A Unique Concept to Save Maternity Mental Health

Sri Ramakrishna Institute of Indian Culture & Therapy-র এক অনন্য প্রকল্প।

“মাতৃপক্ষ: A Unique Concept to Save Maternity Mental Health”

এই অনন্য project টি -শ্রীশ্রী দেবী দূর্গা মাতার শ্রীচরনে আমাদের অর্ঘ স্বরূপ নিবেদিত হল।

মাতৃত্ব -এক অনুভূতি – মাতৃত্ব শরীর ও মনে আনে অনেক পরিবর্তন -অনেক অসুবিধা / অসুস্থতা, মাতৃত্ব একটি Journey..🤰 একটি নারীর ধীরে ধীরে মা হয়ে উঠার গল্প।
Pregnancy র সময় ভাবী মায়েদের শরীরের যত্ন তবু রাখা হয়। চলে অনেক check-up কিন্তু মাতৃত্বে মনের যত্ন???

আমরা সকলেই জানি মায়ের মন ভালো রাখা ঐ দিন গুলিতে খুবই জরুরি সন্তান তবে সুস্থ হবে। কিন্ত আমরা অনেকেই হয়তো জানি না, Pregnancy-র সময় কিংবা After Pregnancy- মায়েরা অনেক সময় বেশ কিছু মানসিক অসুবিধা / অসুস্থতার মধ্যে দিয়ে যেতে হয়।
এছাড়া Stress, Anxiety, Depression তো আছেই…
শরীরের নানান treatment ও পরিবর্তন, সামাজিক চাপ. মনে আনে অনেক অসুস্থতা।
কিংবা যেসকল মায়েদের আগে থেকেই Psychological Disorders ছিল কিংবা STRESS / ANXIETY / DEPRESSION ছিল অথবা HIGH RISK Pregnancy/ কিংবা আরও অনেক জটিলতা ছিল তাদের Pregnancy র সময় ও Pregnancy পরবর্তী কিছু মাস Psychological Treatment র খুব দরকার।

এই বিষয়কে প্রাধান্য দিয়ে আমাদের প্রতিষ্ঠান During Pregnancy &After Pregnancy (4 months) অবধি গর্ভবতী মা ও নতুন মায়েদের Mental Health Check Up(Counselling / Psychotherapy / Meditation / Yoga Mudra Therapy / Music Therapy / Dance Movement Therapy)

প্রতি মাসে 2টি Check-up একেবারেই বিনামূল্যে পাওয়া যাবে।

Treatment করবেন বিশিষ্ট মনোবিদ শ্রীমতী নবনীতা মুখোপাধ‍্যায়

আমাদের Kolkata Clinic এ এই Project টি উপলব্ধ হবে। এই Project টি Online হবে না। ফোনে Appointment Book করে আসতে হবে। সকল মায়েদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।।

আমাদের PHONE NO:+918697585990

শ্রী শ্রী ঠাকুর,শ্রী শ্রীমা, স্বামীজী র কৃপা নিরন্তর বর্ষিত হোক সকলের উপর। জয় মা।

ধন‍্যবাদান্তে
সদস‍্যবৃন্দ
S.R.I.I.C.T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *